ইউক্রেনে ৩০ হাজার রুশ ভাড়াটে যোদ্ধা হতাহত: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৭:৪৬ পিএম

ইউক্রেনে ৩০ হাজার রুশ ভাড়াটে যোদ্ধা হতাহত: হোয়াইট হাউস

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সবচেয়ে হাই-প্রোফাইল ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার গ্রুপের ৩০ হাজার যোদ্ধা হতাহত হয়েছেন বলে দাবি করেছে মর্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৯ হাজারই যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন বলেও জানায় দেশটি।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি’র বরাত দিয়ে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহে গ্রুপটির যোদ্ধারা ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে তাদের ্রপায় ৯ হাজার যোদাথা রণক্ষেত্রে নিহত হয়েছেন।

ইউক্রেন যুদ্ধ শুরুর আগে অভিজ্ঞ সাবেক সেনা সদস্য মিলে মাত্র ৫ হাজারের মতো যোদ্ধা ছিল ওয়াগনার গ্রুপের। তবে যুদ্ধ শুরুর পরই তাদের সংখ্যা বাড়তে থাকে।মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে নতুন সদস্যদের বেশিরভাগই রাশিয়ার বিভিন্ন কারাগার থেকে সংগ্রহ করেছে ওয়াগনার গ্রুপ।

Link copied!