ইরানের ১২ কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৮, ২০২২, ০৪:৫৮ এএম

ইরানের ১২ কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ১২ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হিজাব ইস্যুতে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় প্রতিবাদী নারী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় সৃষ্ট চলমান বিক্ষোভ কঠোরভাবে দমন করায় ওই কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বুধবার এসব কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইরানি কর্মকর্তারা হলেন- ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পসের গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের গভর্নর হোসেন মোদারেস খিয়াবানি।

কালো তালিকায় আরও রয়েছেন ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুই কর্মকর্তা। তাদের একজন ইসফাহান শহরের পুলিশপ্রধান। এ ছাড়া জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সাতজন কারাগার কর্মকর্তা রয়েছেন এ তালিকায়।

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ জানিয়েছে, জুনে আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হওয়ার পর থেকে কাজেমি ইরানের সাধারণ মানুষের বিক্ষোভ সহিংসভাবে দমন করেছেন। আইআরজিসি ও এর বাসিজ সদস্যরা বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছেন।

যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা পাওয়া ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে হ্যাকারদের প্রশিক্ষণ, নিয়োগ ও ইরান সরকারের ওপর ইন্টারনেটের সেন্সরশিপ পরিচালনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Link copied!