উবার ক্যালেঙ্কারি: ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে তদন্তের আহ্বান বিরোধীদের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২২, ১১:৪৪ পিএম

উবার ক্যালেঙ্কারি: ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে তদন্তের আহ্বান বিরোধীদের

সম্প্রতি ফাঁস হয়েছে উবারের বেশ কিছু গোপন নথি। নথিতে দেখা গেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার নিল ক্রোয়েসের মতো হোমরাচোমরা ব্যক্তিরা উবারকে তাদের অনৈতিক ব্যবসা চালিয়ে নিতে মারাত্মকভাবে মদদ জুগিয়েছে।উবার ফাইলসে নাম আসায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে তাঁর বিরোধী পক্ষ। গার্ডিয়ানের অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে আসে।

উবার ফাইলসে নাম আসায় ইমানুয়েল ম্যাক্রোঁ বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে তাঁর বিরোধী পক্ষ।

উবারের ১ লাখ ২৪ হাজার গোপন নথির মধ্যে রয়েছে ৮৩ হাজার ইমেইল ও ১ হাজার অনলাইন কথোপকথন। মূলত নথিগুলো ২০১৩ সাল থেকে ২০১৭ সালের মধ্যের সময়কার।

নথিগুলো আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, বিবিসি প্যানোরমা ও আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকতা সংস্থার (আইসিআইজে) মাধ্যমে জনসম্মুখে ফাঁস করা হয়েছে। নথিগুলো পর্যালোচনা করে দেখা গেছে, তৎকালীন সময়ে ইউরোপের ট্যাক্সি ব্যবসাকে ধ্বংস করে দিতে উবার কী কী অনৈতিক পদক্ষেপ নিয়েছে ও কারা উবারকে এসব কাজে গোপনে সাহায্য করেছে।

উবারকে সুবিধা দিতে সেসময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশের আইনে পর্যন্ত পরিবর্তন এনেছিলেন। নথিতে দেখা যায়, উবার কর্তাব্যক্তিদের কাছে পৌঁছাতে ৯০ মিলিয়ন ডলার লবিস্টদের পেছনে খরচ করেছিল।

Link copied!