ভারতের ওড়িশা রাজ্যের নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের (এনআরএস) ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্টের (ডোম) পদে চাকরির জন্য আবেদন করেছেন রাজ্যটির এমএসসি ও এমএ পাশ করা এক যুবক।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, মেদিনীপুরের বাসিন্দা ওই যুবক ওড়িশার উৎকল বিশ্ববিদ্যালয় থেকে বায়োাটেকনোলজি নিয়ে এমএসসি পাশ করেছেন।
তার সঙ্গে কথা বলে জানা যায়, ফার্মাসিউটিক্যাল সংস্থায় চাকরি করার স্বপ্ন দেখছিলেন তিনি। অন্য রাজ্যে তিনি এ পদে চাকরির সুযোগ পেলেও, করোনার কারণে যেতে পারছেন না। তাই বাধ্য হয়ে ডোম পদে চাকরির জন্য আবেদন করেছেন তিনি।
লিখিত পরীক্ষায় পাশ করার পর তাকে প্র্যাক্টিক্যাল ও ইন্টারভিউএ ডাকা হয়েছে। চাকরি প্রসঙ্গে প্রশ্ন করা হলে ঐ যুবক বলেন, এ কাজটির জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছিলো অষ্টম শ্রেণি পাশ। সুযোগ দিলে চাকরিটা করবো। কোনো কাজই ছোট না।
তবে ডোমের চাকরি করার বিষয়টি পরিবারের কাছে জানাতে চাননা তিনি। কারণ হিসেবে বলেন, অনেক কষ্ট করে পড়াশোনা করিয়ে যদি শোনে আমি ডোমের চাকরি করছি, তবে শোকেই মারা যাবেন তারা।
সূত্র: হিন্দুস্তান টাইমস।