কানাডা থেকে বহিষ্কার চীনা কূটনীতিক

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২৩, ০৫:৪৭ পিএম

কানাডা থেকে বহিষ্কার চীনা কূটনীতিক

হংকং বংশোদ্ভূত কানাডিয়ান এমপি মাইকেল চং এবং তার স্বজনদের ভীতিপ্রদর্শনে জড়িত থাকার অভিযোগে টরেন্টোতে নিযুক্ত ঝাও ওয়ে নামে এক চীনা কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় অটোয়ায় অবস্থিত চীনা দূতাবাস নিন্দা জানিয়েছে।

সোমবার (৮ মে) এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলেনি জলি বলেন, কানাডা সরকার কূটনীতিক ঝাও ওয়েকে 'অবাঞ্ছিত' ঘোষণা করেছে। 

জলি বলেন, 'আমি পরিষ্কার, আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করব না। কানাডার কূটনীতিকদের সতর্ক করা হয়েছে যে তারা যদি এ ধরনের আচরণে নিয়োজিত হয়, তবে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।'

সোমবার অটোয়ায় চীনা দূতাবাস তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে কূটনীতিককে বহিষ্কারের নিন্দা জানিয়ে কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কখনো না করার চীনা অবস্থান পুনর্ব্যক্ত করে।

এতে আরও বলা হয়, চীন অবশ্যই পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে। কানাডা যদি বেপরোয়া কাজ করে, তবে চীন সরকার কঠোরভাবে পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে।

চীনা সরকার সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে এসব ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। এ ঘটনায় অটোয়ায় অবস্থিত চীনা দূতাবাস নিন্দা জানিয়েছে।

চীনের অভিযোগ, হংকংয়ে কানাডিয়ান এমপি মাইকেল চংয়ে স্বজনরা উইঘুরদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করার পরিকল্পনা করছে। এ কারণে কানাডার ওই এমপিকে ভয় দেখাচ্ছিলেন চীনা কূটনীতিক ঝাও ওয়ে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানতে পেরে সোমবার তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

Link copied!