ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে কালো তালিকা থেকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৭, ২০২২, ০৯:৩৮ পিএম

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে কালো তালিকা থেকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের কালো তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে ইরানের অভিজাত এই বাহিনীর কর্মকাণ্ডে লাগাম টানার নিশ্চয়তা চেয়েছে তারা।   

এ ধরনের পদক্ষেপের বিনিময়ে তেহরানের কাছ থেকে কী ধরনের গ্রহণযোগ্য প্রতিশ্রুতি নেওয়া হবে, সে বিষয়ে ওয়াশিংটন এখনও সিদ্ধান্ত নেয়নি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে কালো তালিকাভূক্ত করেন। সেই সময় এই সিদ্ধান্তের জন্য নিজ দল রিপাবলিকানের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ট্রাম্পের প্রশাসনের সেই সিদ্ধান্ত বাতিল করে বিপ্লবী গার্ড বাহিনীকে কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জো বাইডেনের প্রশাসন।

প্রথমবারের মতো সেবারই ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে অন্য একটি সার্বভৌম সরকারের সংস্থাকে সন্ত্রাসী হিসাবে ঘোষণা দেয়। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরানের অন্যতম ক্ষমতাধর এক সংস্থা। যা ইরানের ব্যবসায়িক রাজত্বের পাশাপাশি এলিট সশস্ত্র ও গোয়েন্দা বাহিনীর নিয়ন্ত্রণ করে। যদিও ওয়াশিংটন এই বাহিনীর বিরুদ্ধে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ করেছে।

Link copied!