জঙ্গলে চলছে সেনা শাসকদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের প্রস্তুতি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২১, ০৬:৩২ পিএম

জঙ্গলে চলছে সেনা শাসকদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের প্রস্তুতি

অং সান সু চি-সহ সব রাজনীতিবিদদের মুক্তি এবং গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় ফেরানোর দাবিতে মিয়ানমারে বিক্ষোভ চলছে গত ফেব্রুয়ারি থেকে৷ এর বাইরে জঙ্গলে চলছে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি৷

এ প্রস্তুতির কিছু ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে এক ফিটনেস কোচ ও অন্যান্য সাধারন মানুষকে সশস্ত্র গেরিলাদের সঙ্গে প্রশিক্ষণ নিতে দেখা গেছে।

চলছে যুদ্ধের প্রশিক্ষণ

থাইল্যান্ড সীমান্তের কাছে প্রত্যন্ত জঙ্গলে অস্থায়ী তাঁবুতে এই প্রশিক্ষণ নিতে আসা নবীনরা শিখছে কী করে রাইফেল চালাতে হয় এবং বোমায় বিস্ফোরক ব্যবহার করতে হয়।

রয়টার্স কয়েকজন তরুণ-তরুণীর বিরল ছবি তুলেছে। এই তরুণ-তরুণীরা জানিয়েছে, গেরিলা যোদ্ধা হওয়ার জন্য তারা শহরের চাকরি ছেড়েছে। টি-শার্ট, রঙচঙে পোশাক ছেড়ে তারা পরেছে সেনাদের পোশাক।

গত ফেব্রুয়ারিতে অভ্যূত্থানের পরপরই সুচিকে আটক করে সেনাবাহিনী, এরপর বিক্ষোভে উস্কানি এবং করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করে সামরিক আদালত তাকে শাস্তিও দিয়েছে।

Link copied!