আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে বিদ্রোহী গোষ্ঠী তালেবানদের সাথে সরকারি বাহিনীর প্রচণ্ড লড়াই চলছে। লড়াইয়ে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বেশ কয়েকটি প্রদেশের রাজধানী তালেবানদের দখলে চলে গেছে।
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার খবরে বলা হয়, তালেবানরা সবশেষ উত্তরাঞ্চলীয় প্রদেশ সামাঙ্গানের রাজধানী আইবাক দখলে নিয়েছে তা। এ নিয়ে তালেবানরা গত ৪ দিনে ছয়টি প্রাদেশিক রাজধানী দখল করলো।
আলজাজিরার খবরে আরও বলা হয়, স্থানীয় সময় সোমবার (৯ আগস্ট) সকালে তালেবান এক বিবৃতিতে আইবাক শহরকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে। সামাঙ্গান প্রদেশের ডেপুটি-গভর্নর বিষয়টি এএফপিকে নিশ্চিত করে বলেন, তালেবান শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে।
তালেবানদের পক্ষ থেকে বলা হয়েছে,তাদের যোদ্ধারা শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে। সরকারি অফিস, পুলিশ সদরদপ্তর এমনকি বিভিন্ন ভবনও এখন তাদের দখলে।
সামাঙ্গানের রাজধানী আইবাক দখলের আগে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ, সার-ই-পুল প্রদেশের রাজধানী এবং উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের রাজধানী তালোকান দখল করে তালেবান। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তালেবানের হাতে শহরগুলোর নিয়ন্ত্রণ হারায় আফগান সরকারি বাহিনী।
গত শুক্রবার তালেবান যোদ্ধারা নিমরোজ প্রদেশের যারানজ এবং শনিবার জাওযজান প্রদেশের রাজধানী শেবারগান দখল করে নেয় ।