দক্ষিণ আফ্রিকায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৬

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২২, ০৪:৫৫ পিএম

দক্ষিণ আফ্রিকায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৬

দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে ভারি বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবারের ওই ধ্বংসযজ্ঞের পর বুধবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কোয়াজুলু-নাটাল প্রদেশের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন। তিনি চার সন্তান হারানো এক পরিবারসহ প্রিয়জন হারানো অনেক পরিবারের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

বুধবার রাতে কোয়াজুলু-নাটালের কোঅপারেটিভ গভর্নেন্স বিভাগের এক বিবৃতিতে মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়। কিছু এলাকায় বিদ্যুৎ, পানি সরবরাহ ফের সচল হয়েছে এবং আবর্জনা অপসারণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। 

বন্যার কারণে ডারবান বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। বুধবার ধীরে ধীরে কার্যক্রম আবার শুরু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। 

Link copied!