দক্ষিণ আফ্রিকায় ‘কোভিশিল্ড’ টিকাদান স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২১, ০৯:০১ পিএম

দক্ষিণ আফ্রিকায় ‘কোভিশিল্ড’ টিকাদান স্থগিত

দক্ষিণ আফ্রিকার করোনার নতুন স্ট্রেইনের বিরুদ্ধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন কম কার্যকর, গবেষণায় এমন তথ্য প্রকাশের পর দেশটিতে এই ভ্যাকসিনের প্রয়োগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। রবিবার স্বাস্থ্যমন্ত্রী জোয়াইলি ম্যাখিজে এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সোমবার ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে ১ লাখ ডোজ  টিকা আসার পরই খুব দ্রুত সরকার আবার টিকা দেওয়া শুরু করবে। পাশাপাশি আগামী সপ্তাহে জনসন এন্ড জনসন ও ফাইজারের টিকা আসছে, ততদিনে বিশেষজ্ঞেরা কোভিাশল্ড ভ্যাকসিন উন্নয়নের চেষ্টা করবে।

বিশেষজ্ঞেরা জানান, দক্ষিণ আফ্রিকার প্রায় ৯০ শতাংশ রোগী করোনার নতুন এই স্ট্রেইনে আক্রান্ত। আর তাই দ্রুত এই স্ট্রেইন প্রতিরোধের জন্য কার্যকরী টিকার সন্ধানে হিমশিম খাচ্ছে দেশটির প্রশাসন।

তথ্যসূত্র: আল-জাজিরা

Link copied!