পাকিস্তানে বাস-কারের সংঘর্ষে ৩০ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৫:১৪ পিএম

পাকিস্তানে বাস-কারের সংঘর্ষে ৩০ নিহত

পাকিস্তানে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়ে খাদে পড়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে খাইবার পাখতুনখাওয়ার কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান জানান, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। কারাকোরাম মহাসড়কে শিতিয়াল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটির সাথে সংঘর্ষ হয়ে দুটি গাড়িই খাদে পড়ে যায়। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে এবং মৃতদেহগুলো মর্গে পাঠিয়েছে। 

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। স্থানীয় সব চিকিৎসাসেবা বিভাগকে আহতদের সেবায় আত্মনিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  

এর আগে, গত ২৯ জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানে এক বাস দুর্ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হন।

Link copied!