ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সারা দুতার্তে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২০, ২০২২, ০২:০১ পিএম

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সারা দুতার্তে

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বড় মেয়ে সারা দুতার্তে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল রবিবার সারা দুতার্তের জন্মশহর দাভাওতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেন।

শপথ গ্রহণের সময় সারার পাশে তাঁর মা–বাবা উপস্থিত ছিলেন। ফিলিপাইনের নির্বাচিত প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে ফিলিপাইনকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন সারা। তিনি বলেন, ‘সামনের দিনগুলোয় হয়তো অনেক চ্যালেঞ্জ থাকবে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় জাতি হিসেবে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।’

দাভাও শহরের সাবেক মেয়র ৪৪ বছর বয়সী সারা দেশটির ১৫তম ভাইস প্রেসিডেন্ট। দুই দফায় প্রায় এক দশক দাভাও শহরের মেয়রের দায়িত্ব পালন করেন সারা। পরে তিনি জাতীয় রাজনীতিতে নাম লেখান। তাঁর বাবা রদ্রিগোও একই শহরের মেয়র ছিলেন।

গত ৯ মে ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সারা।

ফিলিপাইনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে আলাদাভাবে নির্বাচিত হতে হয়। নির্বাচনে মার্কোস জুনিয়র ও সারা—দুজনই জয়লাভ করেন।

আসছে ৩০ জুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন মার্কোস জুনিয়র। আর এই শপথের মধ্য দিয়ে সারা দুতার্তের বাবা রদ্রিগোর স্থলাভিষিক্ত হবেন মার্কোস জুনিয়র। ৩০ জুন মার্কোস জুনিয়র-সারা জুটির ছয় বছরের মেয়াদকাল শুরু হবে।

Link copied!