বাস-ট্রাকের সংঘর্ষে দক্ষিণ আফ্রিকায় ২০ জনের মৃত্যু, আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৩:৩১ পিএম

বাস-ট্রাকের সংঘর্ষে দক্ষিণ আফ্রিকায় ২০ জনের মৃত্যু, আহত ৬০

দক্ষিণ আফ্রিকায় সাঁজোয়া ট্রাক ও বাসের সংঘর্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির লিম্পোপো প্রদেশ পরিবহন বিভাগের বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়।

পরিবহন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, নগদ অর্থ পরিবহন করা একটি সাঁজোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ২০ জনের মৃত্যু হয়।

পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

পরিবহন বিভাগের মুখপাত্র তিদিমালো চুয়েনি সংবাদমাধ্যমকে বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ভারী বর্ষণে রাস্তা ভেজা থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারাতে পারে।

দুর্ঘটনার পর এনওয়ান মহাসড়কের সেতু থেকে বাসটি নদীতে পড়ে যায় বলে জানায় ইআর২৪ নামে এক জরুরি স্বাস্থ্যসেবা কোম্পানি।

ইআর২৪ আরও জানায়, তিনজনকে সড়কের পাশে এবং ১৬ জনকে নদীতে পাওয়া যায়। এ ছাড়া এ ঘটনায় ৬৯ জনকে আহতাবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে একজন রোগী মারা গেছেন।

Link copied!