মলদোভা থেকে রাশিয়ার ৪৫ কূটনীতিক ও দূতাবাসকর্মী বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৭, ২০২৩, ০১:২৫ পিএম

মলদোভা থেকে রাশিয়ার ৪৫ কূটনীতিক ও দূতাবাসকর্মী বহিষ্কার

সংগৃহীত ছবি

‘অবন্ধুসুলভ কর্মকাণ্ডের’ জন্য রাশিয়ার ৪৫ কূটনীতিক ও দূতাবাসের কর্মীকে বহিষ্কার করছে মলদোভা। ইউরোপের অন্যতম ছোট ও দরিদ্র রাষ্ট্রটি রুশ কূটনীতিকদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার অভিযোগ করেছে। এ নিয়ে দুই দেশের মধ্যকার উত্তেজনার মধ্যেই এমন সিদ্ধান্ত নিল দেশটি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর জাহারভ জানান, ১৫ আগস্টের মধ্যে ৪৫ রুশ কূটনীতিক ও দূতাবাসকর্মীকে মলদোভা ত্যাগ করতে হবে। 

এর ফলে মলদোভায় রুশ কূটনীতিকদের সংখ্যা দাঁড়াবে মাত্র ২৫ জনে। যা মস্কোয় অবস্থিত মলদোভান দূতাবাসের কর্মীর সংখ্যার কাছাকাছি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর থেকে মলদোভান সরকার রাশিয়ার বিরুদ্ধে দেশটিতে গুপ্তচরবৃত্তি এবং বিরোধী দলকে সমর্থন করার অভিযোগ এনেছে।

এদিকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া। সেই সঙ্গে এই পদক্ষেপের জবাব দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে মস্কো।

মলদোভার দুটি গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, রাজধানী কিশিনাউয়ে রুশ দূতাবাসসংলগ্ন একটি ভবনে থাকা ২৮টি অ্যানটেনা গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হতে পারে।

Link copied!