মার্কিন অস্ত্রশস্ত্র নিয়ে শক্তিপ্রদর্শন তালেবানের

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৬, ২০২১, ১২:৩৫ এএম

মার্কিন অস্ত্রশস্ত্র নিয়ে শক্তিপ্রদর্শন তালেবানের

আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল রোববার সামরিক কুচকাওয়াজ করেছে তালেবান। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কোটি কোটি ডলার মূল্যের অত্যাধুনিক হাতিয়ার ফেলে এসেছে মার্কিন ফৌজ।মার্কিন সাঁজোয়া যান ও রুশ হেলিকপ্টার ব্যবহার করে এ রাজপথে কুচকাওয়াজ করলো তালেবান। সোমবার (১৫ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার কাবুলের রাজপথে আমেরিকার ফেলে যাওয়া হাতিয়ার নিয়ে কুচকাওয়াজ করে তালেবান। এদিনের কুচকাওয়াজে কয়েক ডজন এম১১৭ মার্কিন সাঁজোয়া গাড়ি, এম৪ রাইফেল ও এমআই১৭ হেলিকপ্টার প্রদর্শন করে তারা।

তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতোল্লা খাওরাজমি জানিয়েছে, ডিফেন্স একাডেমি থেকে ২৫০ জন নতুন সৈন্যর পাসআউট অনুষ্ঠান উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল।

তালেবান বাহিনী বর্তমানে যেসব অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করছে, তার বেশির ভাগ যুক্তরাষ্ট্র-সমর্থিত আফগান সরকারকে সরবরাহ করেছিল ওয়াশিংটন। তালেবানের বিরুদ্ধে লড়তে একটি শক্তিশালী আফগান বাহিনী গড়ার জন্য কাবুলের সাবেক সরকারকে এই অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন এগুলো নিয়েই সামরিক মহড়া দিল তালেবান।

 

Link copied!