শীতকালে ভ্রমণের প্রস্তুতি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৪, ০৪:১৪ পিএম

শীতকালে ভ্রমণের প্রস্তুতি

প্রতীকী ছবি

ঋতু পরিক্রমায় বাংলাদেশে কড়া নাড়ছে শীত। শীতকালকে সামনে রেখে অনেকেই ইতিমধ্যে ভ্রমণ পরিকল্পনা শুরু করেছেন।  শীতকালে ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভ্রমণ প্রস্তুতি। ভ্রমণের আগে ভালো প্রস্তুতির ওপর নির্ভর করবে ভ্রমণ কতটা স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক হবে। ভ্রমণ পূর্ববর্তী প্রস্তুতির সঙ্গে সঙ্গে ভ্রমণের সময় কি কি বিষয় আগে থেকে জানা দরকার তা নিয়েও ভাবতে হবে।

ভ্রমণের ক্ষেত্রে ব্যাগভর্তি জিনিস না নিয়ে প্রয়োজনীয় জিনিস নেওয়াই উত্তম। এ সময় ভ্রমণে জ্যাকেট, হুডি, কান ঢাকা উলের টুপি পরুন। শীতকালে ভ্রমণের ক্ষেত্রে গাঢ় রঙের মোটা তাপ নিরোধক কাপড়ের তৈরি পোশাক সাথে রাখুন। কনভার্স, কেডসের সাথে একাধিক জোড়া মোজা রাখুন। সম্ভব হলে সাথে গরম পানি বা চা-কফি খেতে ফ্লাস্ক রাখতে পারেন।

শীত মৌসুমে শ্বাসকষ্ট বা হাঁপানি, নাকের প্রদাহ, চোখ ওঠা, ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া ইত্যাদি  রোগ খুব সাধারণ। এগুলো থেকে সতর্ক থাকতে মাস্ক সাথে রাখুন। সব জায়গায় সব ওষুধ পাওয়া যায় না। তাই ভ্রমণের সময় প্রয়োজনীয় ওষুধপত্র সাথে নিন।

ভ্রমণে কত টাকা খরচ করবেন, সে বিষয়টি আগে থেকেই হিসাব করে করে নিন। পর্যাপ্ত টাকা-পয়সা নিয়ে যাওয়া ভালো। টাকা বহনে ভালো না লাগলে সাবধানতার সাথে কার্ড বহন করতে পারেন। বিকাশ একাউন্ট বা মোবাইলে টাকা লেনদেন করা যায় এমন কোনো একাউন্ট থাকলেও খুব কাজে লাগবে।

আরও পড়ুনঃ বর্ষায় ঘুরতে বেরোলে যেসব জিনিস সঙ্গে রাখবেন

ভ্রমণের জন্য পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কোন বাহনে যাবেন এটা নির্বাচন করা জরুরি। তবে যে পরিবহনই ব্যবহার করেন না কেন, সব থেকে বেশি যে বিষয়টা লক্ষ্য রাখবেন, তা হলো আপনার জীবনের নিরাপত্তা ও সুরক্ষা।

বেড়াতে গেলে কোথায় থাকবেন তার ওপর আপনার ভ্রমণের আনন্দ অনেকটা নির্ভর করে। আপনার বাজেট, ভ্রমণসঙ্গী কতজন, কেমন পরিবেশে থাকতে চান, নিরাপত্তা ব্যবস্থা কেমন- এ বিষয়গুলো ভেবেই আবাসের সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে আগেই ঠিক করে যাওয়া ভালো। যদি তা না হয়, তাহলে খোঁজ-খবর নিয়ে যাওয়া উচিত।

যেহেতু ঘুরতে গেলে হাতে বেশি সময় থাকে না তাই যেখানে যাবেন বলে ঠিক করেছেন, তার আশপাশে কি দেখার আছে, কোথায় কোথায় ঘুরতে যাবেন, কবে কখন কি করবেন তা আগেই খোঁজ খবর নিয়ে একটা পরিকল্পনা সাজিয়ে ফেলুন। এতে আপনার সময় যেমন বাঁচবে তেমনি আপনার পছন্দসই স্থানগুলো দেখতে পারবেন । সেখানকার আবহাওয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খবর নিয়ে যাবেন, পাশাপাশি সেখানকার জরুরি ফোন নাম্বার এবং লোকেশন সম্পর্কে তথ্য আগে থেকে সংগ্রহ করে রাখুন।

ভ্রমনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল খাবার-দাবার। ভ্রমণের খাবার-দাবারের ব্যাপারে প্রথমে যে জিনিসটি সবার মাথায় রাখা উচিত তা হলো হাইজেনিক ফ্যাক্টর। আপনি যে খাবারটি খাচ্ছেন তা স্বাস্থ্যসম্মত কি না তা যাচাই করে নেয়া উচিত।  টুরিস্ট রেস্টুরেন্টগুলো এড়িয়ে চলাই ভালো। যেখানে বেড়াতে গিয়েছেন সেখানে আশেপাশে ঘুরে স্থানীয়রা যেখানে খায় সেখানে খাওয়া-দাওয়া সারবেন।

Link copied!