খৎনা করাতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু আয়হাম

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১০:২৮ এএম

খৎনা করাতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু আয়হাম

রাজধানীতে খৎনা করাতে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরলেন আরেক শিশু আহনাফ তাহমিন আয়হাম । গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ) মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে ভুল চিকিৎসায় এমন ঘটনা ঘটার অভিযোগ নিহত শিশুটির পরিবার ও স্বজনদের। তাদের দাবী, লোকাল এনেস্থেশিয়া না দিয়ে মাত্রাতিরিক্ত জেনারেল এনেস্থেশিয়া দেয়াতেই শিশুটির  মৃত্যু হয়েছে । তবে  কর্তৃপক্ষের দাবি, শিশুটির রোগ সম্পর্কে স্বজনরা না জানানোয় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়  মৃত্যু হয় তার।

পরিবারের অভিযোগ, আসার পরই হাসপাতালটির  পরিচালক ডা. এস এম মুক্তাদিরদের নেতৃত্বে আয়হামকে  অপারেশন থিয়েটারে নিয়ে যায় হাসপাতালে দায়িত্বরত ডা. মাহাবুব এবং ডা. ইশতিয়াক আজাদ

এ বিষয়ে বুধবার সকাল সাড়ে সাতটায় হাতিরঝিল থানার উপপরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, “মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারের শিশু মৃত্যুর ঘটনায় দুজন চিকিৎসক আটক আছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।“

নিহতের পরিবারের অভিযোগ, খৎনা করাতে মঙ্গলবার রাত ৮টার দিকে শিশু আয়হামকে মালিবাগের সেই মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়। চেতনানাশক দেওয়ার পর তাঁর  আর জ্ঞান ফেরেনি। এক্ষেত্রে ‘লোকাল অ্যানেসথেসিয়া’ দেওয়ার নিয়ম থাকলেও মাত্রারিক্ত ‍‍`জেনারেল অ্যানেসথেসিয়া’ দেওয়া হয় শিশুটিকে। এরপর কয়েক ঘণ্টা পর তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।এঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করতে পারলেও অপারেশনের পরপরই পালিয়েছেন একজন।

শিশুটির বাবা ফখরুল আলম বলেন, “অ্যানেসথেসিয়া দিতে নিষেধ করার পরও সেটি শরীরে পুশ করেন ডাক্তার মুক্তাদির।” তাঁর অভিযোগ, এই মৃত্যুর দায় মুক্তাদিরসহ হাসপাতাল কর্তৃপক্ষ সবার। 

শিশু আহনাফ তাহমিদ আয়হাম রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন ।

এর আগে গত ৩১ ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু হয়। সেই মামলাটি আদালতে চলমান রয়েছে । এক মাসের মাঝেই আরেক শিশুর মৃত্যুর অভিযোগ উঠল। ৫ বছর বয়সী আয়ানেরও অ্যানেসথেসিয়া দেওয়ার পর জ্ঞান ফেরেনি। সাত দিন লাইফ সাপোর্টে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) থাকার পর গত ৭ জানুয়ারি তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

Link copied!