গাজীপুরে দুই আসন থেকে মনোনয়ন জমা দিলেন জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২২, ২০২৩, ১১:০১ পিএম

গাজীপুরে দুই আসন থেকে মনোনয়ন জমা দিলেন জাহাঙ্গীর

জাহাঙ্গীর আলম।

গাজীপুর-১ ও গাজীপুর-২ দুইটি আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। 

বুধবার (২২ নভেম্বর) বিকালে জাহাঙ্গীর আলম গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

জাহাঙ্গীর আলম ছাড়াও গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

এদিকে গাজীপুর-১ (গাজীপুর সদরের বাসন-কোনাবাড়ি-কাশিমপুর ও কালিয়াকৈর) আসনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ২১ নভেম্বর পর্যন্ত মনোনয়ন বিক্রি করে দলটি। চার দিনে ৩,৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দলটি। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

Link copied!