গাজায় হামলার প্রতিবাদ

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দিলেন আলোকচিত্রী শহিদুল

জাতীয় ডেস্ক

জুন ৩, ২০২৪, ০৩:২৭ পিএম

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দিলেন আলোকচিত্রী শহিদুল

আলোকচিত্রী শহিদুল আলম

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনের (ইউএএল) দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।

তিনি বলেন, “ইউএএলের শিক্ষার্থীরা ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রদর্শন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোর দাবিতে ব্রিটেনের শিক্ষার্থীদের মধ্যে এগিয়ে আছে দেখে আমি আশ্বস্ত হয়েছিলাম। আমি আনন্দের সঙ্গে ইউএএলের চ্যান্সেলর গ্রেসন পেরি থেকে ডিগ্রিটি নিয়েছিলাম। কিন্তু এই স্বস্তি কেটে যায় যখন আমি জানতে পারি যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব নেন জেমস পুরনেল নামে একজন স্বীকৃত জায়নবাদী।”

এই আলোকচিত্রী বলেন, “এই পরিপ্রেক্ষিতে আমি ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনের সঙ্গে যুক্ত থাকতে চাই না।”

এলসিসির ডিন অব মিডিয়া স্টিফেন ক্রসকে আনুষ্ঠানিকভাবে সম্মানসূচক ডক্টরেটটি ফিরিয়ে দেওয়ার বিষয়টি জানান তিনি।

২০২২ সালের ৮ জুলাই লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলে ফটোগ্রাফি বা অ্যাক্টিভিজমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইউএএল শহিদুল আলমকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়।

Link copied!