মেট্রোরেলের উদ্বোধনী সমাবেশকে ঘিরে আরামবাগে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৪, ২০২৩, ০৩:৩২ পিএম

মেট্রোরেলের উদ্বোধনী সমাবেশকে ঘিরে আরামবাগে জনস্রোত

নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আরামবাগ। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধনী অনুষ্ঠানে আরামবাগে আসতে শুরু করেছে দলের নেতা-কর্মীরা।

মতিঝিল আরামবাগসহ এর আশপাশের পুরো এলাকা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে, সকাল থেকেই সমাবেশস্থলের আশেপাশে জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা-কর্মীরা।

বেলা বাড়ার সাথে সাথে যা রূপ নেয় জনস্রোতে। নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি মেট্রোরেলে চড়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন। এরপর যোগ দেবেন আরামবাগের সমাবেশে।

উদ্বোধনের পরেরদিন থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হবে। এতে মাত্র আধা ঘণ্টায় রাজধানীর উত্তরা থেকে মতিঝিলে পৌঁছাতে পারবে নগরবাসী।

সমাবেশ সফল করতে ঢাকা মহানগরসহ আশেপাশের এলাকা থেকেও দলে দলে  আসছেন বিপুল সংখ্যক নেতা-কর্মী। শত শত বাস ও অন্যান্য যানবাহন নিয়ে আসা ঢাকার বাইরের নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন আরামবাগে।

Link copied!