কারাগারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৩, ০৩:০৯ এএম

কারাগারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা

গত ২৮ অক্টোবর বিএনপির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘উপদেষ্টা’ পরিচয়ে অংশ নেয়া মিয়া আরাফি ওরফে জাহিদুল ইসলাম আরাফিকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর পল্টন থানা পুলিশ মিয়া আরাফিকে আদালতে হাজির করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার এই নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই সুজানুর ইসলাম আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আরাফির পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল রবিবার রাতে রাজধানীর পল্টন থানায় বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলাটি করেন গোপালগঞ্জের বাসিন্দা মহিউদ্দিন শিকদার। মামলায় আরাফি ছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেন এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে আসামি করা হয়েছে।

Link copied!