ভারতের ২০০ মেট্রিকটন তরল অক্সিজেন আসবে দেশে

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৪, ২০২১, ০৯:৪৩ পিএম

ভারতের ২০০ মেট্রিকটন তরল অক্সিজেন আসবে দেশে

বাংলাদেশে করোনা পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা পূরণে ভারত থেকে 'অক্সিজেন এক্সপ্রেস'-এর মাধ্যমে ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পাঠাবে বাংলাদেশে। ঈদ ও চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে ভারত থেকে বাংলাদেশে অক্সিজেন সরবরাহ যেন বন্ধ না হয় তার একটি উদ্যোগ হিসেবে এই অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বছর ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করার পর থেকে এই প্রথম অক্সিজেন এক্সপ্রেস চালু হল। ভারতের অভ্যন্তরে এই ধরণের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল। এবার ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছে।

চলতি বছরের ২৪ এপ্রিল টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহণের চাহিদা জানায়। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করবে।

বাংলাদেশের উদ্দেশ্যে প্রস্তুত করা এই ট্রেন সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন করা হয়েছে। এই অক্সিজেন বাংলাদেশে পৌঁছানো হবে এবং দেশের চলমান কোভিড ঢেউ মোকাবিলায় দেশের হাসপাতালগুলিতে সরবরাহ করা হবে।

মহামারী পরিস্থিতি উন্নয়নে প্রতিবেশীদের মধ্যে নিকটতম অংশীদারদের সাথে চিকিৎসা সরবরাহ ভাগ করে নেওয়ায় প্রতিশ্রুতির অংশ হিসেবে ভারত এই কার্যক্রম পরিচালনা করছে।

Link copied!