আদালত চত্বর থেকে ছিনতাই হওয়া জঙ্গির স্ত্রীসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৮, ২০২৩, ০৭:১০ এএম

আদালত চত্বর থেকে ছিনতাই হওয়া জঙ্গির স্ত্রীসহ দুইজন গ্রেপ্তার

ঢাকার আদালত চত্বর থেকে ছিনতাই হওয়া দুই জঙ্গির স্ত্রীসহ দুইজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। এরা ছিনতাই ঘটনার মূল সমন্বয়ক এবং এই নারী পালিয়ে যাওয়া এক জঙ্গির স্ত্রী। ওই দুইজনকে নিয়ে এখন পুলিশ পালিয়ে জঙ্গিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। 

এই নারী হলেন পুলিশের হেফাজত থেকে পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেলের স্ত্রী শিখা। ওই নারীর সাথে তাঁর 'আশ্রয়দাতা' হোসনে আরাকেও গ্রেপ্তার করার কথা জানাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

শুক্রবার রাতে তিনি সাংবাদিকদের জানান, এই দুজনকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শিখার সাথে গ্রেপ্তার অপর নারী হোসনে আরা আরেক শীর্ষস্থানীয় জঙ্গির স্ত্রী।

পলাতক জঙ্গী গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে সিটিটিসি জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত শনিবার জানানো হবে।

শুক্রবার রাতে দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে ঢাকা মহানগর পুলিশের বার্তায় দাবি করা হয়, গত ২০ নভেম্বর আদালত চত্বর থেকে মৃতুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক শিখা। তবে বার্তায় কখন তাদের গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি।

প্রসঙ্গত, গতবছর ২০ নভেম্বর দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশকে মারধর করে তাদের চোখে-মুখে পিপার স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সুনামগঞ্জের ছাতকের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারীর আবু ছিদ্দিক সোহেলকে ছিনতাই করে নিয়ে যায় তাদের সহযোগী জঙ্গিরা।

এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ। সারা দেশে জারি করা হয় ‘রেড অ্যালার্ট’। দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলাও করে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত আট পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

Link copied!