ওমরাযাত্রীদের জন্য নুতন নিয়ম বেঁধে দিলো সৌদি সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৬, ২০২৩, ১২:৫৪ এএম

ওমরাযাত্রীদের জন্য নুতন নিয়ম বেঁধে দিলো সৌদি সরকার

সংগৃহীত ফাইল ছবি

সৌদি আরবের বাইরের দেশগুলো থেকে আগ্রত ওমারযাত্রীদের জন্য নতুন নিয়ম বাধ্যতামূলক করেছে  সৌদি সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। নতুন নিয়মে বহিরাগত ওমরাযাত্রীদের প্রত্যেকের জন্য সর্বোচ্চ এক লাখ রিয়াল পরিমাণ ওমরাহ বিমা বাধ্যতামূলক করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার(২৪ জুলাই) দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের বাইরের দেশগুলো থেকে আসা ওমরাযাত্রীদের জন্য বিমা বাবদ কিছু অর্থ জমা দিতে হবে। এই অর্থের সর্বোচ্চ পরিমাণ এক লাখ রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ লাখ টাকা। 

জরুরি স্বাস্থ্য পরিষেবা, দুর্ঘটনা, মৃত্যু, ফ্লাইট বাতিল হলে নতুন ফ্লাইটের জন্য টিকেট ক্রয়সহ বিভিন্ন  ক্ষেত্রে ওমরাহযাত্রীরা এই বিমার সুবিধা পাবেন।

এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমগুলোতে সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি সরকার।

যোগাযোগের নাম্বার : সৌদি অবস্থানের সময় ৮০০৪৪০০০০৮ এবং যে কোনো দেশ থেকে ০০৯৬৬১৩৮১২৯৭০০ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। এর বাইরেও https://www.riaya-ksa.com ওয়েবসাইট থেকেও সব তথ্য পাওয়া যাবে।

Link copied!