বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৪, ২০২২, ০১:৩৯ এএম

বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন

বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আজ বুধবার এ তথ্য জানিয়েছেন।

করোনা মহামারির কারণে গত দুই বছর হজ পালনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছিলো সৌদি আরব। সম্প্রতি সৌদি আরবের হজ কর্তৃপক্ষ জানায়, এ বছর সারাবিশ্বের ১০ লাখ হাজিকে মক্কায় হজ করার অনুমতি দেবে তারা।

করোনাভাইরাস এখনো পুরোপুরি নির্মূল না হওয়ায় হজযাত্রীদের জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। সম্প্রতি দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।

Link copied!