রাতে কমবে তাপমাত্রা, সপ্তাহজুড়ে বাড়বে শীত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২, ২০২২, ১১:৩০ পিএম

রাতে কমবে তাপমাত্রা, সপ্তাহজুড়ে বাড়বে শীত

রবিবার (২ জানুয়ারি) রাতের তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফলে সারাদেশে রাতে আরও বাড়বে শীত। আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, কয়েকদিন ধরে দেশের যেসব এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে সেই এলাকা বাড়তে পারে। আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আজ রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

রবিবার আবহাওয়া অফিসের বুলেটিনে জানানো হয়েছে, এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এদিকে, রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ৯.১ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!