সৌদি পৌঁছেছেন বাংলাদেশের ৬ হাজার হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

জুন ১২, ২০২২, ০৪:০৪ পিএম

সৌদি পৌঁছেছেন বাংলাদেশের ৬ হাজার হজযাত্রী

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬ হাজারের বেশি যাত্রী হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন। রবিবার হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, গতকাল শনিবার পর্যন্ত ৬ হাজার ১১ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৫৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩ হাজার ১৫২ জন।

 

ফ্লাইট তথ্য সম্পর্কে বুলেটিন থেকে জানা যায়, গতকাল শনিবার পর্যন্ত ১৫টি হজ ফ্লাইট সৌদি আরবে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৯টি এবং সৌদি আরবের সৌদি এয়ারলাইনস পরিচালিত ৪টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত দুটি ফ্লাইট রয়েছে।

প্রসঙ্গত, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পেয়েছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। হজ ফ্লাইট শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

Link copied!