সৌদিতে বাস দুর্ঘটনা: নিহতদের ব্যাপারে যা জানালো বাংলাদেশ কনস্যুলেট জেনারেল

দ্য রিপোর্ট ডট লাইভ ডেস্ক

মার্চ ২৯, ২০২৩, ০২:১৬ এএম

সৌদিতে বাস দুর্ঘটনা:  নিহতদের ব্যাপারে যা জানালো বাংলাদেশ কনস্যুলেট জেনারেল

সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজীদের বহনকারী একটি বাস উল্টে যাওয়ায় নিহত ২৪ জনের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, কতজন বাংলাদেশি নিহত হয়েছে তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। বিষিয়টি জানা গেলে তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

সোমবার (২৭ মার্চ) সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে বাসটি উল্টে গিয়ে তাতে আগুন ধরে গেলে ২৪ জন নিহত এবং ২৩ জন আহত হন বলে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসের পাঠানো চিঠিতে বলা হয়।  

চিঠিতে বলা হয়, জেদ্দা থেকে ৬৫০ কিলোমিটার দূরে বাস দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জেদ্দা কনস্যুলেট জেনারেল অফিসের ফার্স্ট সেক্রেটারি (লেবার) ও  আইনবিষয়ক সহকারীর সমন্বয়ে গঠিত একটি টিম সহযোগিতার জন্য ঘটনাস্থলে যায়। ওইসময় স্থানীয় হাসপাতাল ও ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ কনস্যুলেট অফিসকে জানায়, দেহ পুড়ে যাওয়ায় ও চেহারা বিকৃত হয়োর কারণে নিহতদের জাতীয়তা সম্পর্কে জানা সম্ভব হয়নি।তাই এ ঘটনায় বাংলাদেশি নিহতদের প্রকৃত সংখ্যা জানাতে পারেনি তারা। 

এদিকে, গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন। 

খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবরে সৌদি আরবের মদিনা শহরের কাছে বাস ও অপর একটি ভারী যানের সংঘর্ষে ৩৫ বিদেশি নিহত ও আরো চারজন আহত হয়। 

Link copied!