৭ মার্চের ভাষণ ৫০ বছর পর্যন্ত অনুপ্রেরণা দিয়ে গেছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৭, ২০২২, ০৮:০০ পিএম

৭ মার্চের ভাষণ ৫০ বছর পর্যন্ত অনুপ্রেরণা দিয়ে গেছে: প্রধানমন্ত্রী

১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ ৫০ বছর পর্যন্ত আমাদের অনুপ্রেরণা দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ২০২২ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী  তার সরকারি বাসভববন গণভবন থেকে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, “ স্বাধীনতা আনার লড়াই বঙ্গবন্ধু ১৯৪৮ সাল থেকে শুরু করেছিলেন। ১৯৬২ সালেও দেশ স্বাধীন করার জন্য তিনি একবার উদ্যোগ নিয়েছিলেন।”

৭ মার্চের ভাষণ আমাদের অনুপ্রেরণা জোগায় সামনে এগিয়ে যাওয়ার উল্লেখ করে সরকারপ্রধান বলেন, “এমন একটি সময় ছিল যখন এ ঐতিহাসিক দিনটিও নিশ্চিহ্ন ছিল। শুধুমাত্র ৭ মার্চের ভাষণ শোনার জন্য অনেক নেতাকর্মীকে নির্যাতনের শিকার হতে হয়েছে।”

দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি স্বাধীনতার বিকৃত ইতিহাস পড়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “ ইতিহাস থেকে ৭ মার্চের ভাষণ মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সত্যকে কেউ নিশ্চিহ্ন করতে পারে না। ঠিক যেমন বঙ্গবন্ধু তার ৭ মার্চের ভাষণে বলেছিলেন- বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।”

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “৫০ বছর পর্যন্ত এ ভাষণটি আমাদের অনুপ্রেরণা দিয়ে গেছে এবং এখনও অনুপ্রেরণা দিয়ে যায় বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। যুদ্ধবিধ্বস্ত দেশকে জাতির পিতা স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছিলেন। এখন বাংলাদেশ উন্নয়শীল দেশের মর্যাদা লাভ করেছে।”

এসময় তিনি আরও বলেন, “ ৭ মার্চের ভাষণে অসহযোগ আন্দোলনের ডাক পুরো জাতি অক্ষরে অক্ষরে পালন করেছিল। বঙ্গবন্ধুই একমাত্র নেতা যিনি আওয়ামী লীগের মন্ত্রিত্ব ছেড়ে দলকে শক্তিশালী করার জন্য দলের নেতৃত্ব নিয়েছিলেন।”

Link copied!