ফিলিপাইনে বিয়েতে ফুলের বদলে পেঁয়াজের তোড়া!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৩, ০৮:২৪ পিএম

ফিলিপাইনে বিয়েতে ফুলের বদলে পেঁয়াজের তোড়া!

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে চলছে চরম মুদ্রাস্ফীতি। দেশটির বাজারে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে পেঁয়াজের বাজারে যেনো আগুন। মাংসের দামের চাইতেও বেশি দাম হেঁসেল ঘরের এই অতি সাদমাটা উপকরণটির।

দেশটিতে বর্তমানে এক কেজি পেঁয়াজের মূল্য ৬০০ পেসো বা ১৪ মার্কিন ডলারের সমান। বাংলাদেশি মুদ্রায় (১ ডলার =১০৬টাকা) যার পরিমাণ প্রায় ১ হাজার ৪৮৪ টাকা যা দুই কেজি মাংসের দামের চাইতে বেশি। পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য ফিলিপাইনের অনেকে তাই ক্ষোভ প্রকাশ করে এর নাম দিয়েছেন ‘নতুন সোনা’।

শুধু তাই নয়, ক্ষোভের পাশাপাশি সুযোগ পেয়ে পেঁয়াজ নিয়ে রঙ্গ-তামাশায়ও মেতে উঠেছেন রসিক ফিলিপিনীয়রা। এমনই একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখানো হয়েছে একটি বিয়ে বাড়িতে দম্পতিকে ফুলের পরিবর্তে এক তোড়া পেঁয়াজ উপহার দেওয়া হচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, ফুলের বদলে হাতে চার কেজি ওজনের বিশাল লাল পেঁয়াজের তোড়া ধরে আছেন এক নবদম্পতি। পেঁয়াজের ঝাঁঝে নাগরিক অসন্তোষের মধ্যেই একেবারে জীবনমুখী এ সিদ্ধান্ত নেয় ২৪ বছর বয়সি কনে এপ্রিল লাইকা বিয়ারে ও বর নোবিস। এমনকি ওই বিয়েতে অতিথিদের মধ্যেও বিতরণও করা হয় পেঁয়াজ। সঙ্গে শাকসবজিও।  

ফিলিপাইনে নিত্যপণ্যের বাজারে বর্তমানে ভয়াবহ অবস্থা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। গত মাসে গত ১৪ বছরের রেকর্ড মূল্যস্ফীতি হয়েছে দেশটিতে। সেই থেকেই খাবার, জ্বালানিসহ সবকিছুর দামের মতো গলা উঁচু করেও পাওয়া যাচ্ছে না পেঁয়াজের নাগাল।

প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস দেশের খাদ্য ঘাটতিকে জরুরি অবস্থা বলে ঘোষণা করেছেন। পেয়াজের দাম হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় হোটেল রেস্টুরেন্টের মেনু থেকে পেঁয়াজকে বাদ দিয়েছে কর্তৃপক্ষ। সরকারের বিশেষ অনুমতি ছাড়া পেঁয়াজ আমদানিও নিষিদ্ধ দেশটিতে।

বর্তমানে ফিলিপাইনে চোরাইপথে যেসব পণ্য আসছে তার ৩০ ভাগই শাকসবজি। সম্প্রতি পোশাকের চালানের মধ্যে লুকিয়ে রাখা পেঁয়াজ উদ্ধার করা হয়েছে।চলতি মাসের শুরুতে দুবাই ও রিয়াদ থেকে অন্যান্য ফলের সাথে ৪০ কেজি পেঁয়াজ নিয়ে বিমানবন্দরে এক বিমান ক্রু ধরা পড়ে। ওই পেঁয়াজের আনুমানিক মূল্য ছিল ৩৩০ মার্কিন ডলার বা প্রায় ৩৫ হাজার টাকা। এছাড়া, পেস্ট্রি আর রুটিজাত পণ্যে লুকিয়ে রাখা ৫০ হাজার কেজি পেঁয়াজও উদ্ধার করা হয়। এদুই ঘটনার পরই পেঁয়াজ উদ্ধারে দেশটিরি গুদামগুলোতে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির আইন শঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Link copied!