বাংলাদেশের ব্যান্ড জগতে এলআরবি তথা আইয়ুব বাচ্চুর নাম শোনেনি এমন মানুষ পাওয়া যাবে না। এ গিটার জাদুকরের ভক্ত সংখ্যাও কম না। তবে ঈনুল ওয়াদুদ সুমনের আইয়ুব বাচ্চুর প্রতি ভালোবাসা এবং তার প্রকাশ অন্য রকম। ঈনুল তার গাড়ির নম্বর প্লেট করিয়েছেন আইয়ুব বাচ্চুর নাম, জন্মসাল এবং তার ব্যান্ডের নাম মিলিয়ে।
লন্ডন প্রবাসী ঈনুলের গাড়িরর গাড়ির নেমপ্লেটে লেখা: AB 62 LRB. যেখানে AB মানে আইয়ুব বাচ্চু, 62- তার জন্ম সাল এবং ব্যান্ড LRB.
আইয়ুব বাচ্চুর ফ্যান ক্লাবের ফেসবুক গ্রুপে ছবিসহ এসব তথ্য জানান সুমনের বড় ভাই সাইফুল।
বড় ভাই মোহাম্মদ সাইফুল ওয়াদুদের দেখাদেখি কিংবদন্তি এ গায়কের প্রতি ভালোবাসা তৈরি হয় ঈনুলের। তারপর মুগ্ধতা বেড়েছে। ক্রমশ পরিণত হয়েছেন আইয়ুব বাচ্চুর ভক্তে।
ছোট ভাইয়ের এমন কীর্তিকলাপ প্রসঙ্গে ওয়াদুদ বলেন, ‘দেশে থাকতে অনেক আগে সুমন একবার আইয়ুব বাচ্চুর নাম্বারে কল দিয়েছিল। তবে উনার কণ্ঠ শোনার পর বাকরুদ্ধ হয়ে পড়ে সুমন। কথা বলতে পারেনি। সাহস করে কথা বলতে না পেরেও আইয়ুব বাচ্চুর সুর তার মনে কতটা গভীর হয়েছিল, তা এই গাড়ির নম্বর দেখলে বোঝা যায়। এরকম মনমতো নম্বর পেতে অতিরিক্ত টাকা খরচ করতে হয়। কিন্তু আইয়ুব বাচ্চুর সম্মান সুমনের কাছে অনেক মূল্যবান। তাই সে এটা করেছে’।
উল্লেখ্য, চট্টগ্রামে ১৯৬২ সালের ১৬ আগস্ট জন্ম হয়েছিল আইয়ুব বাচ্চুর এবং ২০১৮ সালের ১৮ অক্টোবর পৃথিবী থেকে বিদায় নেন তিনি।