ধর্ষণের হাত থেকে রেহাই পেল না গুইসাপও

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৯, ২০২২, ০৩:৪৪ এএম

ধর্ষণের হাত থেকে রেহাই পেল না গুইসাপও

ভারতের মহারাষ্ট্রের চার ব্যক্তির বিরুদ্ধে একটি বেঙ্গল মনিটর লিজার্ড বা গুইসাপকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রত্নাগিরি জেলার গোথান গ্রামে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে মহারাষ্ট্রে। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

এই ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জানা গেছে, চান্ডলি জাতীয় উদ্যানের বাঘের সংখ্যা গণনার জন্য ট্র্যাকিং ক্যামেরা বসানো ছিল। ৩১ মার্চ অস্ত্র নিয়ে ওই চার ব্যক্তিকে গোথানের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।

বিনা অনুমতিতে বনে প্রবেশ করার কারণে পুলিশ আটক করে চার ব্যক্তিকে। আটকের পর তাদের মোবাইল ফোনের ভিডিও থেকেই ধর্ষণের ঘটনা সামনে আসে।

বন কর্মকর্তা নন্দকুমার জানান, এই চার ব্যক্তি বনের কয়েকটি পশু শিকার করেছেন। তবে গুইসাপ ধর্ষণের কথা অস্বীকার করছেন। ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য পুলিশের সাইবার বিভাগের কাছে দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ রুপী জরিমানা করা হবে বলে জানান তিনি।

Link copied!