মৌলভীবাজারে মহাবিপন্ন বনরুই উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৮:৪৮ পিএম

মৌলভীবাজারে মহাবিপন্ন বনরুই উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান থেকে একটি বনরুই উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‌‌স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফ। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের লাল তালিকা অনুযায়ী বনরুই বিশ্বব্যাপী মহাবিপন্ন প্রাণী। বুধবার বিকেলে বনরুইটি উদ্ধার করা হয়।

সহকারী বন সংরক্ষক শ্যামল মিত্র, রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলামসহ বনবিভাগের অন্য কর্মকর্তারা এ  সময় উপস্থিত ছিলেন।

স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফের সদস্যরা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চা বাগানের পাহাড়ি ছড়ার পাশে থেকে প্রাণীটিকে এনে বাড়িতে রেখেছিলেন ভুদা বাউড়ি নামের এক ব্যক্তি। তার বাড়ি থেকেই বনরুইটিকে উদ্ধার করা হয়।

সহকারী বন সংরক্ষক শ্যামল মিত্র জানান, বনরুইটিকে লাউয়াছড়া রেস্কিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে এটিকে অবমুক্ত করা হবে।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, “রুই মাছের মতো সারা শরীরে আঁশ থাকায় প্রাণীটি বনরুই নামে পরিচিত। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের লাল তালিকা অনুযায়ী বনরুই বিশ্বব্যাপী মহাবিপন্ন প্রাণী। বনরুই গহীন বনে ১০-১৫ ফুট গভীর সুড়ঙ্গ করে বসবাস করে।”

তিনি জানান, বনরুই নিশাচর ও লাজুক প্রকৃতির প্রাণী। গভীর রাতে খাবারের খোঁজে সুড়ঙ্গ থেকে বাইরে বের হয়, আবার ভোরের আগেই সুড়ঙ্গে ঢুকে যায়। পিঁপড়া, পিঁপড়ার ডিম ও উইপোকা বনরুইয়ের প্রধান খাবার। বনরুই বছরে একবার বাচ্চা দেয়। এর পায়ের নখ ও পাতা খুবই শক্তিশালী। এরা রাতে দ্রুত চলাচল করতে পারে।

Link copied!