১০ বছর কথা বন্ধ ছিলো, অস্ত্রোপচারে স্বাভাবিক ১৩ বছরের কিশোর

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৫, ২০২২, ০৮:৪৪ এএম

১০ বছর কথা বন্ধ ছিলো, অস্ত্রোপচারে স্বাভাবিক ১৩ বছরের কিশোর

গত দশ বছর ধরে কারও সঙ্গে কথা বলতে পারেনি। শ্বাস নিতে পারত না ঠিক করে। অবশেষে অস্ত্রোপচারের পর স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারছে দিল্লির বাসিন্দা ১৩ বছরের শ্রীকান্ত।খবর আনন্দবাজার পত্রিকার।

শ্রীকান্ত গত দশ বছর ধরে  শ্বাস প্রশ্বাস নিয়েছে ট্র্যাকিয়োস্টোমি টিউবের মাধ্যমে। আড়াই বছরে বয়সে মাথায় আঘাত পাওয়ার পর কিছু দিন ভেন্টিলেশনেও ছিল। সেই সময়ে শারীরিক পরিস্থিতির কারণেই ট্র্যাকিয়োস্টোমির করানোর প্রয়োজন পড়েছিল।

 চিকিৎসকরা শ্রীকান্তর ঘাড়ে একটি ফুটো করে তার মাধ্যমে উইন্ডপাইপ প্রবেশ করান। এই কয়েকটি বছর শ্রীকান্ত সেই পাইপের মাধ্যমেই শ্বাসপ্রশ্বাস নিচ্ছে। শ্রীকান্তর চিকিৎসকরা জানাচ্ছেন, ছেলেটি গত প্রায় সাত বছর ধরে স্বাভাবিক ভাবে কথা বলা এবং খাওয়াদাওয়া করতে পারেনি।

দিল্লিরই এক হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। যে চিকিৎসকের হাতে এই জটিল অস্ত্রোপচার সফল হয়েছে তিনি বলেন, ‘‘শ্রীকান্ত যখন আমার কাছে এসেছিল, তখন ওর শ্বাসযন্ত্রের ১০০ শতাংশই ব্লকেজ ছিল। আমরা শ্রীকান্তকে দেখার পর একটি মেডিক্যাল বোর্ড গঠন করি। এই ধরনের অস্ত্রোপচারে সাধারণত মৃত্যুর ঝুঁকি থেকেই যায়। কিন্তু অস্ত্রোপচার করা ছাড়া অন্য কোনও উপায় ছিল না। প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার চলে।

যেহেতু ভয়েস বক্সের কাছাকাছি ৪ সেন্টিমিটার মতো উইন্ডপাইপ সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে গিয়েছিল। ফলে আমাদের প্রথম লক্ষ্য ছিল শ্রীকান্তর শ্বাসনালীর উপর এবং নীচের অংশগুলি যতটা সম্ভব কাছাকাছি এনে ব্যবধান কমানো। এর জন্য ‘ল্যারিঞ্জিয়াল ড্রপ’ পদ্ধতি অবলম্বন করা হয়েছিল।’’

অস্ত্রোপচার সফল। তবে অস্ত্রোপচার পরবর্তী সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সেটিও ধীরে ধীরে কাটিয়ে ওঠা গিয়েছে। দীর্ঘ ১০ বছর পর আবার স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিচ্ছে ১৩ বছরের কিশোর শ্রীকান্ত। আর অন্যদের মতো স্বাভাবিকভাবে সে কথা বলতেও শুরু করেছে।

Link copied!