দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

প্রথম চার ঘণ্টায় ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনা

সায়িমা সেলিম আনিকা

জানুয়ারি ৭, ২০২৪, ০১:২৮ পিএম

প্রথম চার ঘণ্টায় ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনা

ভোটের দিন প্রথম চার ঘণ্টায় কয়েকটি আসন বাদে সারাদেশে শান্তিপূর্ন  ভাবে ভোটগ্রহন চলছে।

মুন্সিগঞ্জে-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থীর এক সমর্থক কে কুপিয়ে হত্যা করেছে দূর্বিত্তরা।মিরকাদিম উচ্চ বালিকা কেন্দ্রে বিদ্যালয়ের কাছে টেংগর শাহী মসজিদের সামনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় মোঃ ঝিল্লুর নামে এক ব্যাক্তি কে। 
মুন্সিগঞ্জের-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট মৃণাল কান্দি দাসের কর্মী দাবী করা হয়েছে হত্যার শিকার হওয়া সেই ব্যাক্তি কে। তারা দাবি করেন উক্ত আসনের স্বতন্ত্রের প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক রা তাকে হত্যা করেছে। হত্যার পর থেকে উক্ত আসনটি তে আতংক বিরাজ করছে। উক্ত এলাকায় দুটি কেন্দ্রেই উল্লখযোগ্য হারে ভোটার সংখ্যা কমে গেছে। নিরাপত্তার জন্যে সেখানে অতিরিক্ত বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। 

উক্ত এলাকায় অতিরিক্ত আইন শৃংখলা বাহিনীর সদস্য নিয়জিত কিন্তু তার পরেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় ঝিল্লুর নামে সেই ব্যাক্তিকে। ঘটনার প্রতক্ষদর্শীরা বলেন হত্যার অনেক্ষন পর্যন্ত লাশ টি পরে ছিলো।
এছাড়াও যশোর-৩ আসনে, কেন্দ্রের বাইরে থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে। ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশ ঘটনা স্থলে গিয়েছে, ঘটনা স্থলে গিয়ে দেখা গেছে এক আনসার সদস্য আহত হয়েছেন।

চট্রগ্রাম-১৪ আসনে ভোট কেন্দ্রের বাইরে পুলিশের সাথে হরতাল সমর্থকদের সংঘর্ষ  হয়েছে।

সকালে নির্বাচন শুরু হওয়ার আগে লক্ষীপুর-৩ আসনে (ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার) এলাকায় ভোট কেন্দ্রে আসা ভোটারদের কে আসতে বাধা দেয়া হয়, পরবর্তীকালে পুলিস ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তবে সেখানে এখন পরিস্থিতি স্বাভাবিক এবং ভোট চলমান। 
সাতক্ষীরা ১ এবং সাতক্ষীরা ২ আসনে কয়েকটি বিছিন্ন ঘটনা ঘটছে। সেখানে এক প্রার্থীর অভিযোগ অপর প্রার্থী নির্বাচনের সময় প্রভাব বিস্তার করছেন, সেখানে দায়িত্বরত অফিসার এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। 
সাতক্ষীরা -১ আসনে এ দুপুর ২ টার সময় নৌকা প্রতীকে সিল মারার জন্যে প্রস্তুত রাখার পরিকল্পনা করা হয়েছে। এমন তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সোশ্যাল মণিটরিং টিমের ইলেকশন কমান্ডার লেফটেন্যান্ট খালিদ হাসান এবং লেফটেন্যান্ট আশরাফুল হক জিহাদ। পরিকল্পনা নস্যাৎ করার জন্য রিটার্নিং অফিসার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করতে নির্দেশ দিয়েছেন,  তার সাথে ইউএনও, ম্যাজিস্ট্রেট,  এ ছাড়া ও বাকী ফোর্স রা রয়েছে।

 

Link copied!