আবারও বাংলাদেশে আশ্রয় নিলো বিজিপির ৪৬ সদস্য

জাতীয় ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৪, ০১:১৬ পিএম

আবারও বাংলাদেশে আশ্রয় নিলো বিজিপির ৪৬ সদস্য

রাখাইনে জান্তা সরকার ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষের জের ধরে আবারও বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৪৬ সদস্য। বুধবার (১৭ এপ্রিল) তারা বাংলাদেশে আশ্রয় নেন। বাংলাদেশে এখন পর্যন্ত বিজিপির ২৬০ সদস্য আশ্রয় নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

এর আগে গত ফেব্রুয়ারিতে বিজিপি, সেনা সদস্য ও ইমিগ্রেশন কর্মকর্তাসহ মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ৩৩০ সদস্য বাংলাদেশে আশ্রয় নেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১৫ ফেব্রুয়ারি তাদেরকে মিয়ানমারের বিজিপির কাছে হস্তান্তর করে বিজিবি।

Link copied!