‘৯০ শতাংশ মুসলমানের দেশে রোজা এলেই ডাকাতি হয়’

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২৪, ০৮:০৭ পিএম

‘৯০ শতাংশ মুসলমানের দেশে রোজা এলেই ডাকাতি হয়’

কারওয়ান বাজারে ইফতারের ফলফলাদি কিনতে আসা একজন প্রবীণ ক্রেতা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

৯০ শতাংশ মুসলমানের দেশে রোজা এলেই ডাকাতি হয় বলে মন্তব্য করেছেন কারওয়ান বাজারে ইফতারির ফলফলাদি কিনতে আসা একজন ক্রেতা। তিনি বলেন,  ‘পৃথিবীতে প্রত্যেকটা কান্ট্রির মধ্যে রোজা আসলে সমস্ত জিনিসের দাম কমায়া (কমিয়ে) দেয়। ওই দিক দিয়ে যারা বিধর্মী আছেন, খ্রিস্টান, তাদের দেশে অর্ধেক ডিসকাউন্ট কইর‌্যা (করে) দেয়। আমরা মুসলমানের দ্যাশ (দেশ), ৯০ শতাংশ মুসলমানের দেশ, আমরা কী করি, রোজা আসলেই ডাকাতি শুরু কইর‌্যা (করে) দিই। যে জিনিসটার দাম ১০ টাকা, সেই জিনিসটা ২০ টাকায় বিক্রি হচ্ছে।’

ওই প্রবীণ ক্রেতা দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘শুধু ত্যাল (তেল) বলবেন কেন? প্রত্যেক জিনিসের, খেজুরের অব্স্থা দ্যাখেন (দেখেন), কোনটা ভালো আছে? প্রত্যেকটা জিনিসেই আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা হইলাম মহাবিপদে। না পারি কইতে, না পারি সইতে, না পারি পোলাপানকে (সন্তানসন্ততি) বুঝ দিতে (বোঝাতে)। এ অবস্থায় আমরা...বড় একটা...মহাবিপদে আছি আমরা।’

Link copied!