ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৮:৫২ এএম
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ নয়াদিল্লিতে, ৭ ফেব্রুয়ারি ২০২৪
ভারত বলেছে, তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক বাংলাদেশ সফর ছিল দুই প্রতিবেশী দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের অংশ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশ আমাদের অত্যন্ত কাছের প্রতিবেশী। সম্প্রতি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে উচ্চ পর্যায়ের সফর বিনিময় দেশগুলোর জন্য নিত্যনৈমিত্তিক বিষয়। সেই প্রেক্ষাপটেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার উক্ত সফর।’
দোভাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা তাকে পৌঁছে দেন।
৭ ফেব্রুয়ারি নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
ভারত সফরে এসে দোভালের সঙ্গেও দেখা করেন হাসান।
দুই দেশ উন্নয়ন অংশীদারিত্ব, প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে কথা বলেছে বলে জানিয়েছেন এমইএ মুখপাত্র।
তিনি বলেন, ‘আমাদের সম্পর্কের আরও কয়েকটি দিক নিয়েও আমরা কথা বলেছি; অর্থনীতি, বাণিজ্য, জনগণ থেকে জনগণ; এছাড়াও, বিকশিত ভারত ২০৪৭ এবং বাংলাদেশ তাদের স্মার্ট বাংলাদেশ ২০৪১ এর পথে এগিয়ে যাওয়ার সময় উভয় দেশ কীভাবে তাদের প্রচেষ্টাগুলোকে একত্রিত করতে পারে সে সম্পর্কেও।’
শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী হাসান ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা ও ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
এরপর কলকাতায় কর্মসূচিতে অংশ নিয়ে শুক্রবার রাতে ঢাকায় ফিরবেন তিনি।