জানুয়ারি ১১, ২০২৪, ০৮:৫০ পিএম
দ্বাদশ জাতীয় সংসদের জন্য গঠিত হলো মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন আ ক ম মোজাম্মেল হক। দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব পেলেন তিনি।
আ ক ম মোজাম্মেল হক দীর্ঘ সময় ধরে গাজীপুর জেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় সরকার পরিচালনায় তিনি বিশেষ দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা ৩৫ বৎসর স্থানীয় সরকারের নেতৃত্ব দেন। তিনি ৩ বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ৪ বার পৌর চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হন। কয়েকবার তিনি দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ১৯৯৬ ও ২০০৩ সালে শ্রেষ্ঠ পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। ঢাকা সদর উত্তর মহকুমার কার্যালয় (SDO অফিস) গাজীপুরে স্থানান্তরিত করা ও পরবর্তীতে গাজীপুর জেলা বাস্তবায়নে মূলত একক দায়িত্ব পালন করেন।
এরপর ২০০৮ সালে পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করে গাজীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তিনি বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ অনেক সেবামূলক প্রতিষ্ঠান স্থাপন করেছেন।