জানুয়ারি ১১, ২০২৪, ০৩:৪৮ পিএম
ঘোষিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভা। এ মন্ত্রিসভায় ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসাদুজ্জামান খান কামাল।
একাদশ মন্ত্রিসভায়ও তিনি এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ঢাকা-১২ আসন থেকে টানা তৃতীয়বার সংসদ সদস্য হয়েছেন তিনি। এর আগে তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। পরে তাদের মধ্যে দফতর বন্টন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
আসাদুজ্জামান খান কামাল একজন মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাঁর নেতৃত্ব ও দিক নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধিভূক্ত ১০ টি প্রতিষ্ঠান সত্যিকার অর্থে বিশ্বমানের নিরাপত্তা ও সেবা দানে প্রাগ্রসর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তিনি ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত বিভাগের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। প্রাইভেটাইজেশন বোর্ড এবং প্রেস কাউন্সিলেরও একজন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, নবম জাতীয় সংসদের শেষ দিকে এসে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। এরপর দশম জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হন তিনি। একাদশ জাতীয় সংসদেও তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।