ক্ষমতায় এলেই মুসলিমদের বিশ্বাসে আঘাত হানে আওয়ামী লীগ সরকার: রিজভী

জাতীয় ডেস্ক

মার্চ ১৫, ২০২৪, ০২:৪১ পিএম

ক্ষমতায় এলেই মুসলিমদের বিশ্বাসে আঘাত হানে আওয়ামী লীগ সরকার: রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে, তখনই তারা মুসলিমদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির ওপর আঘাত হানে উল্লেখ করে ‘এগুলো গভীর চক্রান্তের অংশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকার তাদের প্রভুদের খুশি করতেই এমন করছে।’

শুক্রবার (১৫ মার্চ) দুপরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার করে জানিয়ে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘স্বার্থ হাসিল হয়ে গেলে তারা ইসলামকে আবার ছুড়ে ফেলে।’

তিনি আরও বলেন, ‘দেশবাসী ভোট-পার্লামেন্ট হারিয়েছে। গণতন্ত্র হারিয়েছে, আইনের শাসন হারিয়েছে। শেষমেশ দেশের মুসলিমরা নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধও হারাতে বসেছে।’

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ‘৭ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ দেশ ও জনগণকে মহাসংকটে ফেলেছে। বিএনপিকে নিশ্চিহ্ন করতে মাস্টারপ্ল্যান করেছে সরকার। ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা।’

দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করলেন রিজভীর
একই সময় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন রুহুল কবির রিজভী। এ বিষয়ে তিনি মন্তব্য করেন, ‘সরকার ধর্মপ্রাণ মুসলিমদের ইফতার ভাঙার কর্মসূচিতে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের হাহাকার আড়াল করতে ওবায়দুল কাদের কথার ধুম্রজাল সৃষ্টি করছেন এমন অভিযোগ করে রিজভী বলেন, ‘আওয়ামী সরকারের অন্য নাম সিন্ডিকেট আর লুটপাট। প্রভাবশালী এসব চক্র সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া হয় না।’

Link copied!