দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শোক মিছিল স্থগিত করল আওয়ামী লীগ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২৪, ০৪:১৪ এএম

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শোক মিছিল স্থগিত করল আওয়ামী লীগ

আওয়ামী লীগ

শোকের মাসের তৃতীয় দিন শনিবার রাজধানীতে শোক মিছিল স্থগিত করেছে আওয়ামী লীগ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই শোক মিছিল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত এই শোক মিছিল হবে না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শনিবার এই শোক মিছিল কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ।

এদিন বিকেল তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এই মিছিল করার কথা ছিল দলটির।

এর আগে আওয়ামী লীগ থেকে জানানো হয়, ২ আগস্ট শুক্রবার বিকেলে শোক মিছিল করা হবে। কিন্তু পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে শনিবার শোক মিছিলের সময় নির্ধারণ করা হয়। দ্বিতীয় দফায় বৈরী আবহাওয়ার কারণে শনিবারের শোক মিছিলও পিছিয়ে দেওয়া হলো।

Link copied!