১২ বছর আগের মামলায় সাজা পেলেন বিএনপি নেতা আলতাফ-হাফিজ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৮, ২০২৩, ০৫:০৩ পিএম

১২ বছর আগের মামলায় সাজা পেলেন বিএনপি নেতা আলতাফ-হাফিজ

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থানার একটি নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদের ১ বছর ৯ মাস করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

পাশাপাশি বিএনপির সাবেক নেতা ও বর্তমানে বিএনএম নেতা মেজর (অব.) মো. হানিফেরও ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এক যুগ আগে রাজধানীর গুলশান থানায় দায়ের করা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাঁদের এই সাজা দেওয়া হয়েছে। 

এ মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এই রায় দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০১১ সালে গুলশান থানায় দায়ের করা মামলায় আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ ছাড়া বিএনপির আরও পাঁচজনকে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা হলেন, এম এ আওয়াল খান, রাসেল, মইনুল ইসলাম, বাবুল হোসেন ও আলমগীর বিশ্বাস।

আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০১১ সালের ৪ জুন রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় বেআইনি সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেওয়া হয়। এ ছাড়া গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগে এই মামলা হয়।

বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও মেজর (অব.) হানিফকে ২১ মাস করে কারাদণ্ড দেন আদালত।
 

Link copied!