বিএনপির নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ- এমনই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীদের প্রতি শ্লেষাত্মক এই মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরে সুর মিলিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের গীবত করার জন্যই বিএনপি ইফতার পার্টি করে। এটাকে ইফতার পার্টি বলবো নাকি গীবত পার্টি বলবো। স্রষ্টার প্রশংসার জন্য নয়, ইফতার পার্টির নামে ঢালাওভাবে সরকারের সমালোচনা করে তারা।’
তিনি আরও বলেন, ‘বিএনপি মিথ্যা বললে, তার জবাব তো দিতেই হবে। তারা মিথ্যা কথা বলা বন্ধ করুক, তাহলে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আমরা গায়ে পড়ে কিছু বলতে যাবো না।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো? আমাদের কি কোনো দুর্বলতা আছে যে বিএনপি থেকে লোক এনে সে ঘাটতি পূরণ করতে হবে? আওয়ামী লীগের বহু লোক। গত নির্বাচনে দেখেছেন প্রার্থিতা ফরম নিতে কত ভিড়? আওয়ামী লীগে কোনো দুর্ভিক্ষ নেই।’