উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ: নৌ-পরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১, ২০২৪, ০৮:৩৮ পিএম

উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ: নৌ-পরিবহনমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

শেখ হাসিনার নেতৃত্বে বিস্ময়কর উন্নয়নের দিকে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

সোমবার (১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের প্রধান মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘মুক্তিযুদ্ধের স্মার্ট বাংলাদেশ’ বিষয়ক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা শুধু ব্যক্তি বা পারিবারিক হত্যা নয়। এটা স্বাধীন দেশকে হত্যার পরিকল্পনা। স্বাধীনতার মাত্র সাড়ে ৩ বছরের মাথায় দেশ অন্ধকারে চলে গেছিল। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে দেশকে অন্ধকারে নিয়ে যাওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘৭৫ পরবর্তী এদেশে মুক্তিযুদ্ধের কোন চেতনা ছিলনা, মা-বোনের আত্মত্যাগের সম্মান ছিল না, সামাজিক-সাংস্কৃতিক সবকিছুই অন্ধকারের গহ্বরে চলে গেছিল। তখনকার সরকারগুলোর দায়িত্ব ছিল-মানুষ যাতে স্বাধীনতার সুখ  অনুভূত করতে না পারে। এজন্য বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি।’

ফিদেল কাস্ট্রোর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘৭৫’র পর জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বাংলাদেশকে হিমালয়ের চূড়া থেকে অন্ধকারের চোরাগলিতে নিয়ে গেছিল।’

সভায় ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা আলোকিত বাংলাদেশ তৈরি করেছি’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা উন্নয়ন করেছি, সোনার বাংলা করেছি। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরি করবো। এজন্য প্রয়োজন মানব কাঠামোর উন্নয়ন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই উন্নয়ন সম্ভব হবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাচসাসের সভাপতি রাজু আলীম। ‘মুক্তিযুদ্ধের স্মাট বাংলাদেশ’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেলিনা শিউলি।

Link copied!