নাশকতার মামলায় বাগেরহাট কারাগারে থাকা যুবদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩, ২০২৪, ০৫:৩১ পিএম

নাশকতার মামলায় বাগেরহাট কারাগারে থাকা যুবদল নেতার মৃত্যু

প্রতীকী ছবি

বাগেরহাটে নাশকতার মামলায় কারাগারে থাকা কামাল হোসেন (৪৩) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটেছে।

কামাল হোসেন খুলনা মহানগর যুবদলের নির্বাহী কমিটির সদস্য।

কামাল হোসেন মিজান গ্রেপ্তারের পর ৫৩ দিন ধরে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোকলেছ হোসেনের ছেলে।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, যুবদল নেতা কামাল হোসেন পরিবার নিয়ে খুলনায় থাকতেন। তিনি সেখানেই যুবদল করতেন। গেল নভেম্বরে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে পুলিশ তাঁকে ধরে নিয়ে একটি গায়েবী মামলায় গ্রেপ্তার দেখায়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।

২৫০ শয্যা বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তার (ইএমও) মো. ফয়সাল ইসলাম স্বর্ণ বলেন, রাত সোয়া ১১টার দিকে ওই হাজতিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার (ভারপ্রাপ্ত) শংকর কুমার মজুমদার বলেন, উনি (কামাল হোসেন) হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আগে তিনি এলার্জি, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য হাসপাতালে গেছেন, চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া তাঁর মারাত্মক কোনো সমস্যা ছিল না।

Link copied!