জানুয়ারি ১২, ২০২৪, ০৩:৫১ পিএম
আবারও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
ফারুক খান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং আগে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ছিলেন।
এর আগে ২০১১ এর ডিসেম্বর থেকে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফারুক খান ১৯৫১ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকায় তার পিতা সেরাজুল করিম খান এবং মাতা খালেদা করিম খানের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স করেছেন।
সামরিক বাহিনীর চাকরি ছেড়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন ফারুক খান। তিনি এর আগে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন।