২৪’র বিজয়ের মধ্যে দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে: উপদেষ্টা নাহিদ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৪, ০২:৩২ পিএম

২৪’র বিজয়ের মধ্যে দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে: উপদেষ্টা নাহিদ

ছবি: সংগৃহীত

‘১৯৭১ সালে আমাদের বিজয় এলেও, স্বাধীনতা এলেও তা ছিল অরক্ষিত। ২০২৪-এর বিজয়ের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার, ১৬ ডিসেম্বর সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

এর আগে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম।

উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের বলেন, ‘এবারের বিজয় দিবসে স্বাধীন, মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি। আমরা চাচ্ছি, বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক। আমাদের সাথে ও সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক।’

আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধবুদ্ধি হওয়ার পর প্রকৃত বিজয় দিবস হিসেবে উদযাপন করছি। এর আগের বিজয় দিবস কী উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না।’  

Link copied!