মার্চ ১০, ২০২৪, ১২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
ডিসি সম্মেলনে খেজুর সম্পর্কিত মন্তব্যের জের ধরে শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূনকে নিয়ে দেশের রাজনীতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। গত ৪ মার্চ শিল্পমন্ত্রী বলেছিলেন, ‘খেজুর নয়, বরই দিয়ে ইফতার করবেন।’ এবার সেদিনের সেই মন্তব্যেরই খণ্ডন করলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, ‘বরই, খেজুর বিতর্ক সাংবাদিকদের তৈরি। কোনো মহল নিজেদের স্বার্থে এসব করছে। আমি বলেছি, ইফতারের থালায় দেশি ফল রাখুন। খেজুর নিয়ে আমি কিছু বলিনি।’
রোববার (১০ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সম্মেলন কক্ষে রোজার মাসে পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান ও গৃহীত কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে নিজের মন্তব্যের খণ্ডন করেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, ‘দাম বাড়িয়ে যে সব ব্যবসায়ী রোজায় বিদেশে ছুটি কাটায়, আমরা তাদের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে আছি। সাংবাদিকরা তাদের নাম-ঠিকানা দিন, আমরা ব্যবস্থা নেবো।’
একই দিন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে নিয়ে সমালোচনার বিষয়টি সাংবাদিকরা আলোকপাত করেন। জবাবে শিল্পমন্ত্রীর সাফাই গেয়ে ওবায়দুল কাদের দাবি করেন, ‘কথায় কথায় বরই খাওয়ার কথা বলে ফেলেছেন।’
এর আগে গত ৪ মার্চ জেলা প্রশাসক সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘আমাদের অভাব অভিযোগ আছে। বরই দিয়ে ইফতার করেন। আঙুর-খেজুর লাগবে কেন? পেয়ারা দেন না কেন?’
নূরুল মজিদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ইফতার পার্টি হবে না। দেশি ফল দিয়ে ইফতারের প্লেট সাজান।’