সভা বাতিল করে বুধবারই শপথ নেয়ার সিদ্ধান্ত জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৯, ২০২৪, ০৭:২১ পিএম

সভা বাতিল করে বুধবারই শপথ নেয়ার সিদ্ধান্ত জাতীয় পার্টির

ফাইল ছবি

আবার সিদ্ধান্ত পাল্টালো জাতীয় পার্টির। দলের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে বুধবার তাদের নির্বাচিত ১১ প্রার্থী শপথ নেবেন না। এ বিষয়ে সংসদ সচিবালয়ে চিঠিও দেয় দলটি।

বৈঠক করে শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে জানিয়ে বৃহস্পতিবার সভার কথা উল্লেখ করা হয়। সে সভা বাতিল করে এবার জানানো হয় বুধবারই শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ।

আগামীকাল সকাল ১০ টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

জাতীয় পার্টি (জাপা) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতরা হলেন- দলের চেয়ারম্যান জি এম কাদের (রংপুর-৩), মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্চ-৩), কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫), এ বি এম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-৩), গোলাম কিবরিয়া (বরিশাল-৩), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), মো. আশরাফুজ্জামান (সাতক্ষীরা-২), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১) ও শরিফুল ইসলাম (বগুড়া-২) ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বুধবার। এদিন সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে তাঁদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

Link copied!